হবিগঞ্জে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ৭:২৯:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী, স্ত্রী ও এক সন্তানের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে স্ত্রী ও সন্তানের মরদেহ ছিল ঘরে এবং স্বামীর মরদেহ গাছে ঝুলছিল। ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন। মরদেহ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় ছিলো। আর স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) মরদেহ বাড়ির ভেতরে রয়েছে। সজ্জুল হক চার সন্তানের জনক।