বড়লেখায় দুগ্ধ খামারিদের উৎসাহ দিতে ব্যতিক্রমী আয়োজন
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৭:৪৮:৪৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দুগ্ধ খামারিদের উৎসাহ দিতে ‘গোধূলি ভোজন’ নামে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করে ‘দুধ আড়ৎ’ বড়লেখা। সম্প্রতি শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বড়লেখা উপজেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম মো. ইমতিয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও ক্রীড়া ধারাভাষ্যকার নোমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, তালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বড়লেখা ডেইরী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক মিছবা উদ্দিন রাজু, জুড়ী উপজেলার আরিফ ডেইরি ফার্মের পরিচালক আরিফ হোসেন প্রমুখ।