গোলাপগঞ্জে খাটের নিচে মিলল গাঁজা, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৮:০০:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। এ সময় ১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সালিক আহমদ (৫৫) উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াইচর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগ্রাম (লালুপাড়া) থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে একদল পুলিশ করগ্রাম লালুপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী হারু মিয়া চাকলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ সালিক আহমদকে গ্রেফতার করে পুলিশ। পরে পলাতক হারু মিয়ার বসতঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে আরো ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক মাদক ব্যবসায়ী হারু মিয়া চাকলাদার ও সালিকের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।