শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুডপ্যাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৮:০৬:১৯ অপরাহ্ন
বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ বলেছেন, শ্রমিকরা দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। তারা নিজেদের রক্ত ও ঘামে দেশের অর্থনীতি সচল রাখলেও নিজের ভাগ্যকে বদলাতে পারেনা। এর মূলে রয়েছে প্রচলিত সমাজ ও অর্থব্যবস্থা। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এজন্য সকল স্তরে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সমাজের সামর্থবানদের উচিত অবহেলিত শ্রমজীবীদের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে এগিয়ে আসা।
তিনি শুক্রবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেলের পরিচালনায় ফুডপ্যাক উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, কফিল উদ্দিন আলমগীর, মাওলানা সাজ্জাদুর রহমান, মহানগর অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, জালালাবাদ থানা সভাপতি ইউসুফ আহমদ আখনদ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ, কোতোয়ালি থানা পূর্ব থানার সহ সভাপতি ইকবাল আহমদ, শাহপরান থানা পশ্চিমের সভাপতি মোঃ এবাদুর রহমান, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ হাওলাদার ও সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক প্রমূখ। বিজ্ঞপ্তি