রমজানের প্রথম জুমআ’য় মুসল্লিদের ঢল
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ১০:০২:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসের প্রথম জুমায় সিলেটের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল দেখা গেছে। অনেক মসজিদের ভেতরে মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে।দরগাহে হযরত শাহজালাল রহ. মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, বন্দর বাজার জামে মসজিদে দেখা গেছে, জুমআ’র জামায়াতে অংশ নিতে বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ আসতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে ওঠে মসজিদের মূল ভবন। ফলে ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিরা মসজিদের বাইরে নামাজ আদায় করেন।
মসজিদগুলোতে জুমআ’র খুতবায় সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরেন খতিবরা। নামায শেষে অনুষ্ঠিত হয় আবেগঘন মোনাজাত।
নামাজ শেষে মুসল্লিরা জানান, প্রথম রোজার জুমার জামায়াতে অংশ নিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা।