গণহত্যা দিবসের তাহিরপুরে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৫:৩৫:০৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবসে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণারে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফেখার হোসেন, কৃষি অফিসার, আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম, বিআরডিপি কর্মকর্তা মোঃ শুক্কুর আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, যুবলীগ নেতা আবুল কাশেম, জেলা ছাত্রলীগ সহসভাপতি রাজন চন্দ্র ও জহির উদ্দিন প্রমুখ।