স্বাধীনতা দিবসে জেলা বিএনপির কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৫:৪৩:৪৪ অপরাহ্ন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হবে। আজ ২৬ মার্চ রোববার সকাল ১১টায় নগরীর জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে সমবেত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি এবং সকল সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
এদিকে, রোববার বিকেল ৪ টায় জকিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিজ্ঞপ্তি