কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৫:৫১:০২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধা আজির উদ্দিন (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশীর (মিয়ারমহল) তাঁর নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আজির উদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
শনিবার বেলা ২টায় তাঁর নিজবাড়িস্থ পারিবারিক গোরস্থান সংলগ্ন মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।