শান্তিগঞ্জে বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৭:০৮:৪৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার। আমরা চাই সকল বাঙালী শিক্ষিত হোক। যাতে কেউ অক্ষরজ্ঞানহীন না থাকে। এটাই আওয়ামীলীগের মূল লক্ষ্য। মন্ত্রী বলেন, আমরা শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য যা করার সব করছি আমরা। শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করতে। আমাদের পরিকল্পনা আছে সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাপড় দিব।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ঈশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি ৪২ লক্ষ ৪০ হাজার ১ শত টাকা ব্যয়ে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ওসি খালেদ চৌধুরী প্রমুখ।