সংবিধানে কর্মকর্তা বলে কোনো শব্দ নেই, আমরা সবাই কর্মচারী : শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৭:১০:৫৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমাদের সংবিধানে কর্মকর্তা বলে কোন শব্দ নেই। আইনগতভাবে আমরা সবাই কর্মচারী। আমরা একটু খুশি হওয়ার জন্য কর্মকর্তা বলি। তবে দেশের জনগণই আমাদের সবকিছু, আমাদের কর্তা। তাদেরকে সম্মান করতে হবে। তাদের সেবা করতে হবে। মনে রাখতে হবে এই দেশের জনগণ এই দেশের মালিক। তাই সরকারি কর্মচারীরা অযথা জনগণের সম্পদ নষ্ট করতে পারবেন না। তাদের প্রধান কাজই জনগণের সেবা করা।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা গ্রামাঞ্চলের মানুষের শ্রেষ্ঠ বন্ধু। তিনি গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বন্ধু দেশ ভারতের চেয়েও এগিয়ে আমরা। বিদ্যুৎ ঘরে ঘরে দিয়েছি, যা ভারত-পাকিস্তানেও নেই।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ওসি খালেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান প্রমুখ।