আদানি প্রসঙ্গে সরব হওয়ায় রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা, দাবি প্রিয়াঙ্কার
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৮:১০:৪৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: সংসদে আদানি গ্রুপ নিয়ে মন্তব্যের সঙ্গে রাহুল গান্ধীর কারাদণ্ড ও লোকসভা থেকে সদস্য পদ খারিজের সম্পর্ক আছে বলে দাবি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। তিনি আরো বলেন, রাহুল ও কংগ্রেস পরিবারকে বার বার অপমান করেছে বিজেপি। এর জন্য কোনো বিচারক বিজেপি নেতাদের সাজা দেয়নি, তাদের পদও খারিজ হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়া।
শুক্রবার সন্ধ্যায় কংগ্রেস সদর দফতরে এক বৈঠকে যোগ দেন প্রিয়াঙ্কা। আলোচিত হয় রাহুল গান্ধীর সংসদ সদস্য পদের বিষয়টি। বৈঠকে থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, আমার ভাই আদানির বিষয়টি উত্থাপন করেছেন এবং সংসদে কেন্দ্রকে প্রশ্ন করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগকারী নিজেই স্থগিতাদেশ চাওয়ার এক বছর পর হঠাৎ মামলাটি উত্থাপিত হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিজেপির মুখপাত্র, মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, আমার পরিবারের জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুলের সম্পর্কে লাগাতার সমালোচনা করে চলেছেন। অশালীন ভাষা ব্যবহার করছেন। সব সময় বিজেপির ভেতর থেকে খারাপ কথা উঠে আসে। পুরো দেশ এর সাী। তা হলে কেন কোনো বিচারক ওই বিজেপি নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুইবছরের সাজা ঘোষণা করেননি? কেন তাদের সদস্য পদ বাতিল হয়নি?
প্রিয়াঙ্কা জোর দিয়ে বলেন, গান্ধী পরিবার ভারতের জনগণের হয়ে আওয়াজ তুলেছে। জন্মের পর প্রজন্ম ধরে সত্যের জন্য লড়াই করে এসেছে। রাহুল মাথা নত করবেন না। তিনি এমন একটি পরিবারের সদস্য, যারা তাদের রক্ত দিয়ে গণতন্ত্রকে লালন করে এসেছেন।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ধনকুবের গৌতম আদানির সম্পর্ক নিয়ে দেশটির সংসদে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। গত বৃহস্পতিবার গুজরাটের একটি আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়। নরেন্দ্র মোদির মানহানির অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। রায়ের পর থেকে রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার বিজ্ঞপ্তির মাধ্যমে সে জল্পনায় ইতি টানল লোকসভা সচিবালয়। আইন অনুযায়ী, কোনো জনপ্রতিনিধি যদি দুই বা তার বেশি বছরের জন্য দণ্ডিত হন, তবে তৎণাৎ তার পদ খারিজ হবে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল। কর্ণাটকের কোলারে দলীয় সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বলতে দিয়ে বংশগত পদবি তুলে মন্তব্য করেন তিনি।
রাহুল বলেছিলেন, ‘কাকতালীয়ভাবে সব চোরদের পদবি মোদি হয় কীভাবে?’ এই মন্তব্যের পরিপ্রেেিত মানহানির মামলা করেন গুজরাটের সাবেক মন্ত্রী ও বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদী। দণ্ডবিধি ৪৪৯ ও ৫০০ ধারার ফৌজদারি এ মামলায় অভিযোগ ছিল, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। ভারতীয় সংবাদমাধ্যম অনুসারে, ওই সময় পলাতক হীরা টাইকুন নিরভ মোদি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রধান ললিত মোদিকেও নির্দেশ করেছিলেন রাহুল।