এসএমপির অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৮:১১:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চলতি মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এসএমপির হেডকোয়ার্টার্সের সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মু. মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অতিরিক্ত পুলিশ কমিশনার উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে তাদের নিজ নিজ এলাকার অপরাধ সংক্রান্ত বিষয়ে জানতে চান। উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি অতিরিক্ত পুলিশ কমিশনারের সামনে উপস্থাপন করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে আলোচনা ও নথি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মকর্তাদের সৎ ও মানবিক পুলিশিং সেবার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।