নারী গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৮:১৩:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দেড় কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জলঢুপ (বড়গ্রাম) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
গ্রেফতার বিলকিছ আক্তার (২৬) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার পলাশ গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী। তবে তারা দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ (বড়গ্রাম) এলাকায় বসবাস করছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ওই মহিলা বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধারকৃত গাঁজা ঘরে সংরক্ষিত রেখেছিল। তার বিরুদ্ধে থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।