চুনারুঘাটে মায়া হরিণ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৮:১৫:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শিকার হওয়া মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়ন থেকে স্থানীয় বাসিন্দারা এ হরিণটি উদ্ধার করে।
জানা যায়, রেমা-কালেঙ্গা বনাঞ্চলের সবচেয়ে সুন্দর প্রাণী হচ্ছে মায়া হরিণ। বিলুপ্তপ্রায় এই প্রাণীটি বারবার শিকারীদের হাতে মারা পড়ে। ১০/১২ দিনের একটি মায়া হরিণের শাবককে শিকার করে নিয়ে যাওয়ার সময় রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য সিএমসি’র সদস্য স্থানীয়দের সহযোগিতায় শিকারিদের ধাওয়া করলেন। এ সময় শিকারিরা হরিণের শাবকটিকে রেখে পালিয়ে যায়। পরে মায়া হরিণটি উদ্ধার করে স্থানীয় ভোলারজুম বাজারে নিয়ে আসা হয় এবং বিষয়টি বন কর্মকর্তাদের অবহিত করা হয়। মায়া হরিণটি স্থানীয়দের জিম্মায় রাখা আছে। এটি বন কর্মকর্তাদের হাতে স্থানান্তর করা হবে বলে জানানো হয়েছে।