উইমেন্স মেডিকেলে স্বাধীনতা দিবসের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৩, ৭:১৯:৫৬ অপরাহ্ন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌসের সভাপতিত্বে ও ডা: ইসফাক জামান চৌধুরী সজিবের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন হাসপাতালের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, স্পন্সর পরিচালক শামসুল ইসলাম।বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া, অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, নার্সিং কলেজের অধ্যক্ষ মোঃ ফয়সল আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডাঃ মোঃ আল মোহাইমিন সোহেল, সহযোগী অধ্যাপক ডাঃ হিমাংশু শেখর দাস, সহকারী পরিচালক ডা: তাহফীম আহমদ রিফাত, সহকারী পরিচালক ডাঃ আবু তারেক রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি