নগরের ফল ও খাবারের দোকানে বিএসটিআই’র অভিযান
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৩, ৭:২১:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর বন্দর বাজার এবং রিকাবী বাজার এলাকায় সোমবার অভিযান পরিচালনা করেছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। রমজানে কেমিক্যালমুক্ত ফলমূল ও নিরাপদ ইফতারসহ খাদ্যসামগ্রী নিশ্চিতকল্পে এবং ওজনে কারচুপি রোধকল্পে এই অভিযান চালায় তারা।
অভিযানে ফলের দোকানের ফলে ফরমালিনের উপস্থিতি পরীা করা হয়। পরীক্ষায় কোথাও ফরমালিন পাওয়া যায়নি বলে জানায় তারা। এসময় ওজন যন্ত্র যাচাই করে দেখা হয় এবং যেসকল প্রতিষ্ঠানের ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ নাই তাদেরকে ওজন যন্ত্র যাচাই করে দ্রুত ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো বন্দরবাজারের মেসার্স মধুফুল, মেসার্স আশানিতা আখনী হাউজ, মেসার্স ফেন্ডস ফ্রুট, মেসার্স মাদানী ফ্রুট, রিকাবীবাজারের মেসার্স জমজম মিট এন্ড পোলট্রি হাউস, মেসার্স এলাহী মিট শপ, মেসার্স মুকিত পোলট্রি হাউজ এবং মেসার্স মা বাবার দোয়া ফল ভান্ডার।
বিএসটিআই, সিলেট এর অফিস প্রধান মো. লুৎফর রহমানের নেতৃত্বে সহকারী পরিচালক (সিএম) মো. হাবিবুর রহমান, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. মাসুদ রানা এবং সুমন সাহা, পরীক (রসায়ন) মো. ইমদাদুল হক লিসান এবং ফিল্ড অফিসার (সিএম) শাওন কুমার ধর আবীর অভিযানে অংশগ্রহণ করেন।