স্বাধীনতা দিবসে আরটি এম আল কবির ইউনিভার্সিটিতে সভা
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৩, ৮:৫৯:০১ অপরাহ্ন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএম-এইচআরডিসি’র যৌথ উদ্যোগে এক আলোচনা সভা রোববার দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহে অবস্থিত নুতন ধারার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটির হলরুমে অনুষ্ঠিত হয়।
আরটিএম-এইচআরডিসি’র পরিচালক অধ্যক্ষ এস এম ফরিদুল ইসলাম লতিফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তর ও পঁচাত্তরের শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজনেস এন্ড বাংলাদেশ স্টাডিজ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারী, এমপিএইচ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান খান মোঃ আজিমুস শফিক, সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসাইন চৌধুরী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফ্যাসন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান মুশহিবা খানম সমো, এইচআরডিসি শিক্ষক জাহেদ আহমদ ও শিক্ষার্থী রাজন তালুকদার।
ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজার সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা ও গান পরিবেশন করেন অনুজ সরকার শুভ, নয়ন চন্দ্র, উম্মে হাবিবা আক্তার ও ইফফাত বিনতে হাকিম প্রমুখ।
এর আগে সকালে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ’র নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্যেমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার প্রাপ্তি ও প্রত্যাশার উপর আলোচনা, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত ইত্যাদি। বিজ্ঞপ্তি