বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি কুয়েতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৩, ৫:৪১:০৯ অপরাহ্ন
কুয়েত প্রতিনিধি: বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি কুয়েতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকাল ৪ টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ নুরুল আফছারের সভাপতিত্বে ও মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি কুয়েতের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ খোরশেদ আলম, শামসুল হক, মনির হায়দার, রহিম ভূঁইয়া, মোঃ বিলাল উদ্দিন বিলাল, ওয়াহিদুল আলম চৌধুরী, জাকির সিকদার, আবু তাহের, গাজী হোসেনসহ আরো অনেকে। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মঈন উদ্দিন।