পর্তুগালে সিলেটি যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৩, ৭:৪৫:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পর্তুগালে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে রাজু আহমদ (২৭) নামের এক সিলেটি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
প্রবাসী আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন বলেন, রাজুর মস্তিস্কে রক্তক্ষরণ হলে তাকে পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় সাঁও জো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাত ১টার দিকে রাজু মারা যান। মরদেহ দেশে আনার বিষয়ে স্বজনরা যোগাযোগ করছেন।