বড়লেখায় বিএসটিআই’এর অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৩, ৯:২৭:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় ওজন ও পরিমাপ এবং পন্যের গুনগতমান যাচাই সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিএসটিআই। মঙ্গলবার দিনভর পরিচালিত এসব অভিযানে ওজন কারসাজিতে জড়িত থাকায় বড়লেখার ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪টি মামলা ও জরিমানা আদায় করা হয়।
বিএসটিআই সিলেট সূত্র জানায়, মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ-এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা সুমন সাহা, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার (সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
অভিযানে বড়লেখা উপজেলার শাহনাজ স্টোরকে বিএসটিআই হতে ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিরেকে ডিজিটাল ব্যালেন্স (ওজনযন্ত্র) ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়। এছাড়া একই কারণে বড়লেখার এনাম মাংসের দোকানকে ২,০০০ টাকা, লক্ষী মিষ্টি ঘরকে বিএসটিআই হতে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ৫,০০০ টাকা, কাদির মিয়ার মুরগির দোকানকে বিএসটিআই এর ভেরিফিকেশন সনদ ছাড়া ডিজিটাল ব্যালেন্স (ওজনযন্ত্র) ব্যবহার করার অপরাধে ১,০০০ টাকা জরিমানা করা হয়।