সিলেটে বৃটিশ হাইকমিশনের ইফতারে মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ২:৩০:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে নানা শ্রেনীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। মঙ্গলবার উপশহরস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল যেন অনেকটা মিলনমেলায় পরিণত হয়।
ইফতারের পূর্বে বৃটিশ হাইকমিশনার অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সিলেট হচ্ছে একটি ঐতিহাসিক এলাকা। যুক্তরাজ্যের সাথে সিলেটের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কারণ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের ৯০ শতাংশ হচ্ছেন সিলেটী। সিলেটের কারণে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক দিনে দিনে আরো চমৎকার হচ্ছে। হাইকমিশনার বলেন, ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পার করেছে বাংলাদেশ-বৃটেন। ৫০ বছরে ব্রিট বাংলা বন্ধন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সম্পর্কের ধারাবহিকতা ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে।
সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বৃটিশ হাইকমিশনার বলেন, সংযম ও শান্তির সমুহান বার্তা নিয়ে প্রতিবছরই ফিরে আসে মাহে রমজান। আর রমজানে সামাজের সবার সাথে একত্রে বসার সুযোগ করে দেয় এ ইফতার মাহফিল।
ইফতার মাহফিলে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো: মজিবর রহমান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতার মাহফিলে বৃটিশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ কর্মকর্তারা।