তত্ত্বাবধায়ক ইস্যু ছাড়া সংলাপে ‘না’ বিএনপির
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৯:৩৪:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু ছাড়া কোনো ধরনের সংলাপে যাবে না বিএনপি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার ১০ দফা দাবিতে চলমান আন্দোলনে সম্পৃক্ত দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি বলেছেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে; কথা বললে সে বিষয়ে কথা হবে। অন্য কোনো বিষয়ে নয়।’
গত ২৩ মার্চ বিএনপিকে আবারও সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। এরপর রাজনীতির টেবিলে নতুন করে আলোচনা আসে ‘সংলাপ’। এ অবস্থায় গতকাল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়। সেখানেও ইসির সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। শুধু তাই নয়, ইসি সংলাপের আমন্ত্রণ জানিয়ে যে চিঠি দিয়েছে, তারও জবাব দেবে না দলটি। তবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান জানাবে।