৭নং ওয়ার্ডে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৫:৩৭:১৯ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেছেন, স্বাস্থ্যসেবা নাগরিকের মৌলিক অধিকার। আমাদের দেশে সুবিধাবঞ্চিত মানুষেরা সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতান্ত্রিক পরিবেশ ও ভোটাধিকার ছাড়া জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। স্বাধীনতার অর্ধ শতাব্দি পরও সামাজিক বৈষম্য জাতির জন্য দুঃখজনক। এ থেকে বেরিয়ে আসতে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের বিকল্প নেই।
তিনি সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে ৭নং ওয়ার্ডের সুবিদবাজার এলাকায় অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানী আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল। বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে পরিচালিত মেডিকেল ক্যাম্পে ১৫০ জন হতদরিদ্র রোগীকে বিনামূল্যে ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, জামায়াত নেতা মারুফ আহমদ চৌধুরী, মিজানুর রহমান, আখলিছুর রহমান ও বিমানবন্দর থানা ছাত্রশিবিরের সভাপতি আবু জুবায়ের প্রমূখ। বিজ্ঞপ্তি