রমজানের সুমহান শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে —এডভোকেট জুবায়ের
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৫:৪০:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। পবিত্র মাসটি মুমিনদের জন্য প্রশিক্ষণস্বরুপ। রমজান আমাদেরকে সংযমের শিক্ষা দিয়ে সামাজিক ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। রমজানের সংযমের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সামর্থবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। সেই হক সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, অপরদিকে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
তিনি মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিমানবন্দর থানার ৭নং ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় অসহায় মানুষের মাঝে ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, মারুফ আহমদ চৌধূরী, আব্দুস সালাম ও মিজানুর রহমান মিজান প্রমূখ। বিজ্ঞপ্তি