সুনামগঞ্জের জানীগাঁও-পৈন্দা সড়কের বেহাল দশা
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৫:৪৩:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানীগাঁও-পৈন্দা সড়কের বেহাল দশা। ২০২২ সালের ১৭ জুন ভয়াবহ বন্যায় সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্তসহ খানাখন্দের সৃষ্টি হয়। দশ মাস পেরিয়ে গেলেও সড়কের সংস্কার কাজ হয়নি।
জানা যায়, বন্যার পর থেকেই সড়কে দীর্ঘদিন বন্ধ থাকে যান চলাচল। বর্তমানে ভাঙাচুরা সড়কে ঝুঁকি নিয়ে অটোরিকশা সিএনজি চলাচল করছে। দুর্ঘটনার ভয়ে এলাকাবাসী পায়ে হেঁটে যাতায়াত করছেন। সড়কের প্রায় ২১০০ মিটার সড়কের পিচ-খোয়া উঠে গেছে। বন্যার পানির তোড়ে সড়কে সৃষ্টি হয়েছে ছোট খাল ও নালা।
সরেজমিনে দেখা যায়, পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুনামগঞ্জ-সিলেটসহ বিভিন্ন জেলায় যাতায়াত করতে হচ্ছে এলাকার জনসাধারণকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষজন। ওই এলাকার শিক্ষার্থীদেরকে বৃষ্টি উপেক্ষা করে কাদা মাড়িয়ে স্কুলে যাওয়া আসা করতে হচ্ছে। সড়কের সিংহভাগই জরাজীর্ণ। তিন-চারটি ছোট বড় গর্ত রয়েছে। বড় একটি গর্তে মাটি ফেলে কোনো রকমে জনসাধারণ পায়ে হেঁটে যাতায়াত করছেন। অনেক জায়গায় বৃষ্টির পানি জমে কাদা সৃষ্টি হয়েছে। ওই এলাকার রোগীদের নিয়ে বিকল্প পথে জেলা সদর হাসপাতালে যেতে হয়। এতে করে সময় ও অর্থ দুটোই বেশি লাগে।
জমিরুন্নুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুহেল মিয়া বলেন, গ্রাম থেকে কাদা মাড়িয়ে স্কুলে যেতে হয়। কর্তৃপক্ষ দ্রুত সড়ক মেরামত করবেন বলে আশা করছি। একই গ্রামের বাসিন্দা রহিছ মিয়া বলেন, রাস্তার কারণে আমরা চলকেত পারি না। রাস্তাটি ঠিক করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বললেন, বন্যার পরপরই সড়ক পুন:নির্মাণের প্রকল্প উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। প্রকল্প পাস হয়ে আসার পর সড়ক মেরামত কাজ শুরু হবে।