মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৬:৪৭:১২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন কাগাবালা এলাকায় অভিযান পরিচালনা করে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী কালা মিয়া ওরফে কালাই (৪৫)কে পুলিশ গ্রেফতার করে। কালা মিয়া পিতা মৃত ময়না মিয়া সাং-কাগাবলা, থানা ও জেলা-মৌলভীবাজার এর বাসিন্দা।
সংশ্লিষ্ট থানা বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ সুপার মৌলভীবাজার এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখার নিমিত্তে টিম মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর।