জালালাবাদ গ্যাস এর এমডি প্রকৌশলী মনজুর আহমদ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৬:৫২:০৬ অপরাহ্ন
জালালাবাদ গ্যাস এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী। তিনি গত ২৮ মার্চ এ পদে যোগদান করেন।
প্রকৌশলী মনজুর আহমদ ১৯৬৫ সালের ১ জানুয়ারি নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ডা: এ এফ এম সাব্বির আহমদ চৌধুরী ও মাতার নাম আয়েশা খানম চৌধুরী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি লাভ করে ১৯৯১ সালে সহকারি প্রকৌশলী হিসেবে জেজিটিডিএসএল-এ যোগদান করেন। তিনি একাধিক প্রশিক্ষণ গ্রহণের জন্য কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ইতালী গমন করেন। বিজ্ঞপ্তি