মদিনা মার্কেটে বিএসটিআই’র জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৭:২৭:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর মদিনা মার্কেটে মোবাইল কোর্টের মাধ্যমে কিউ-বিস্ট্রো তে ২ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই সিলেট। বুধবার ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিরেকে ডিজিটাল স্কেল ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার অপরাধে এই জরিমানা করা হয়। এসময় রমজান মাসের বিশেষ কার্যক্রম হিসেবে বাজার মনিটরিং এ মাছ, মাংস ও সবজির দোকানের ওজনযন্ত্রসমূহ যাচাই করে তারা।
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের নেতৃত্বে এতে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম এবং রাইসুল ইসলাম প্রসিকিউটিং অফিসারের দায়িত্ব পালন করেন।