সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৮:২৫:২০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় যে ২২ জন নিহত হয়েছেন তাদের মধ্যে আরও ১০ বাংলাদেশি শনাক্ত হয়েছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা ১৮ জনে দাঁড়াল। এর আগে ৮ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়। নতুন করে শনাক্ত ১০ বাংলাদেশির বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নিহত যে আট বাংলাদেশি শনাক্ত হয়েছেন, তারা হলেন কুমিল্লার মুরাদনগরের আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া, একই উপজেলার রাসেল মোল্লা, নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, একই জেলার মো. হেলাল, লক্ষ্মীপুর জেলার সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. আসিফ হোসাইন, চাঁদপুর জেলার কালু মিয়ার ছেলে রুকু মিয়া ও গাজীপুর জেলার টঙ্গী থানার আব্দুল লতিফের ছেলে ইমাম হোসাইন রনি।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকালে আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি একটি সেতুতে বিধ্বস্ত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। এতে ২২ জন নিহত এবং ২৯ জন আহত হন। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। সৌদি বেসামরিক প্রতিরা এবং রেড ক্রিসেন্ট কর্তৃপরে দল দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, বাসটিতে থাকা ৪৭ যাত্রীর মধ্যে ৩৫ জনই বাংলাদেশি।