স্কুলের উদ্যোগে ওমরাহ করলেন ৮ কর্মী
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৮:৩৮:১০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। একে-অপরকে সহায়তা করতে চলে নানান চেষ্টা। এবার ভিন্ন একটি খবর সামনে এনেছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ড্রাইভারসহ এ বছর ৮ জন কর্মীর ওমরাহ পালনের ব্যবস্থা করেছে আরব আমিরাতের একটি স্কুল। ওই স্কুলটির নাম জেমস মর্ডান একাডেমি। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল নার্গিস খামবাত্তাই এমন তথ্য জানিয়েছেন। কর্মীদের ওমরাহ করতে পাঠানো ছাড়াও রমজান মাস উপলে আরও কার্যক্রম হাতে নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে প্রিন্সিপাল নার্গিস খামবাত্তাই বলেছেন, ‘রমজানের সময় সবাইকে একত্রিত করতে আমাদের স্কুলে বেশ কয়েকটি রীতি ও অনুষ্ঠান পালন করা হয়। একটি রীতি হলো সহকারী কর্মীদের জন্য বার্ষিক ওমরাহ প্যাকেজ, যেটি আমাদের শুভাকাঙ্খীদের কারণেই সম্ভব হয়েছে। এ বছর, এসটিএস ড্রাইভারসহ (শিার্থীদের আনা-নেওয়া করা বাসের চালক) আটজন কর্মীকে বাঁছাই করা হয়েছে এবং তাদের ওমরাহর সব খরচ পৃষ্ঠপোষকতা করা হয়েছে। একজন ড্রাইভার তার সন্তানদেরও নিয়ে গিয়েছিলেন।’
তিনি আরও বলেছেন, ‘এটি দেখতে খুবই ভালো লাগে স্কুল কমিউনিটি এভাবে একে-অপরকে সহায়তায় এগিয়ে আসে। রমজানের সময় আরেকটি অনুষ্ঠান আমাদের একত্রিত করে, সেটি হলো বার্ষিক ইফতার। এটি স্কুলের কর্মী, শিার্থী এবং অভিবাবকদের এক করে। এদিন সবাই একসঙ্গে ইফতার করেন।’
এদিকে আরব আমিরাতের প্রায় সব স্কুলেই রমজান উপলে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়। এই সময়টায় শিার্থীদের বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত করার বিষয়ে হাতে-কলমে শিা দেওয়া হয়।