সাবেক চেয়ারম্যান লোকমানের বাড়িতে সন্ত্রাসী হামলা
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৯:০৬:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের বাড়ীতে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দক্ষিণ সুরমার বরইকান্দির কামুশানা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাওলানা লোকমানের ভাই এডভোকেট সোলেমান আহমদ জানান, রাত পৌনে ২টার দিকে মাওলানা লোকমান আহমদের বাড়ীতে একদল সশস্ত্র সন্ত্রাসী হানা দেয়। এ সময় বাড়িতে রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। বাড়ীর লোকজন ঘুম থেকে জেগে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লোকমান আহমদ এক সন্ত্রাসীকে ঝাপটে ধরার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছুঁেড়। রাতের আঁধারে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান।
এডভোকেট সোলায়মান জানান, ঘটনার পরপরই জরুরী সেবা ৯৯৯-এ কল দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) জানান, দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। উভয়পক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে। এখনো (বুধবার রাত সোয়া ৮টা) পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।
সিলেট জামায়াতের নিন্দা
সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের বাড়ীতে সন্ত্রাসী হামলা ও গুলীবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট অঞ্চল, জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান তারা।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সেক্রেটারী নজরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন, জনপ্রিয় জনপ্রতিনিধি বৃহত্তর বরইকান্দি এলাকার বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মাওলানা লোকমান আহমদের বাড়ীতে সন্ত্রাসী হামলা, গুলী ও অগ্নিসংযোগের ঘটনায় আমরা বিস্মিত। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। বরইকান্দিসহ সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানান তারা।