বৃষ্টি বাড়বে, আসবে কালবৈশাখী
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৯:৫৬:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরসহ বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ফল-ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থায় প্রভাব ফেলেছে।
বুধবার বাদ ফজর প্রচন্ড বেগে দমকা হাওয়া শুরু হয়। এরপর শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। এতে নগরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ চলে যায়।
ভোরের ঝড়ের পর কাল দিনভর সিলেটের আকাশ ছিলো মেঘলা। কোথাও কোথাও বৃষ্টিও হয়ে গেছে দিনে। তবে তা বেশিক্ষণ ছিল না। রোববার পর্যন্ত এই বৃষ্টি ও সঙ্গে কালবৈশাখী বয়ে যাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ থেকেই বাড়বে বৃষ্টি। কালবৈশাখী বয়ে যাবে অনেক এলাকার ওপর দিয়ে। তবে টানা বৃষ্টি হবে না। থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে প্রায় সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায়।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।