ছাতকে নিজ দলের ক্যাডারদের হাতে নিহত যুবলীগ নেতার দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৩, ১:৩১:০৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে নিহত যুবলীগ নেতা লায়েক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় ছাতকের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জানাযার নামায অনুষ্ঠিত হয়।
এর আগে বিকাল সাড়ে ৪টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ তার নিজ বাড়ি ছাতকে আসে।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মাদ মাঈনুল জাকির, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামিমুল ইসলাম শামিম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রশিদ আহমদ খসরু, কাউন্সিলর ছালেক মিয়া,কাউন্সিলর হাজী নাজিমুল হক, কাউন্সিলর শফিকুল ইসলাম,কাউন্সিলর ইরাজ মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজলসহ প্রমুখ।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে।
নিহত যুবলীগ নেতা লায়েক মিয়া (৪৭) পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
উল্লেখ্য গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে থানা সংলগ্ন সুরমা নদীর গনেশপুর খেয়াঘাট এলাকায় ছাতক পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবদুল কদ্দুছ শিপলুর হাতে ছুরিকাঘাতে যুবলীগ নেতা লায়েক মিয়া (৪৭) খুন হন।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খান মাঈনুল জাকির বলেন, এ ঘটনায় এরশাদ ও তাজ উদ্দিনসহ
তিনজনকে আটক করেছে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করেছে।