সূর্য থেকে ৩ হাজার কোটি গুণ বড়ো কৃষ্ণগহ্বরের সন্ধান
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৩, ৮:৩০:০৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মহাবিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণগহ্বরগুলোর মধ্যে একটির সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এক পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরটির সন্ধান পাওয়া গেছে বলে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন। এদিকে নতুন সন্ধান পাওয়া কৃষ্ণগহ্বরটির আকার সূর্যের চেয়ে ৩ হাজার কোটি গুণের চেয়েও বেশি বড় বলে দাবি গবেষকদের।
গবেষণাদলের প্রধান ড. জেমস নাইটিঙ্গ্যাল বলেন, ‘কৃষ্ণগহ্বরটির আকার যে এতই বড় তা বুঝে উঠতেও বেগ পেতে হয়।’ যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নাল ‘মান্থলি নোটিসেস’ প্রকাশিত এক নিবন্ধে ডারহাম ইউনিভার্সিটির গবেষকদের এই কাজের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
নিবন্ধে বলা হয়, গ্র্যাভিটেশনাল লেন্সিং পদ্ধতি ব্যবহার করে এ কৃষ্ণগহ্বরের সন্ধান মিলেছে এবং এই পদ্ধতিতে পরিমাপ করা প্রথম কৃষ্ণগহ্বর এটি।
গবেষকরা এটিকে “অত্যন্ত উত্তেজনাপূর্ণ” আবিষ্কার হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে এই আবিস্কার ভবিষ্যতে আরও ব্ল্যাক হোল শনাক্ত করার সম্ভাবনা উন্মোচন করলো।
কৃষ্ণগহ্বর হলো তীব্র মহাকর্ষবলের প্রভাবে চুপসে যাওয়া জ্যোতিষ্কবিশেষ, যার কাছাকাছি কোনো জড়বস্তু আলোককণা প্রভৃতি আসামাত্র ওই নত্র তা গ্রাস করে নেয় অর্থাৎ ওই জ্যোতিষ্ক থেকে কিছুই বেরিয়ে আসতে পারে না।