২৭নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ৬:০১:৪৪ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজান। এ মাস মুসলমানদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বস্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের দীক্ষা দেয়। তিনি ব্যক্তি ও সমাজ জীবনকে আলোকিত করতে কুরআন নির্দেশিত পন্থায় সকলকে জীবন পরিচালনা করার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ২৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে গোটাটিকর এলাকায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি সুমন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী সোহাগ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা ফেডারেশনের উপদেষ্টা ফয়জুল ইসলাম জায়গীরদার, থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীর, ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, হাবিবুর রহমান ও আব্দুস সোবহান প্রমুখ। বিজ্ঞপ্তি