প্রবাসী ঐক্য সংগঠন খালোমুখের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ৭:২৮:০৯ অপরাহ্ন
প্রবাসী ঐক্য সংগঠন খালোমুখ বাজার দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও অসুস্থ রোগীদের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকেলে উত্তর সত্তিঘর গ্রামে অনুষ্ঠিত হয়।
প্রবাসী ঐক্য সংগঠনের সদস্য সৌদি প্রবাসী লিলু মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের বাংলাদেশ পরিচালনা কমিটির সদস্য ফখরুল ইসলামের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুরব্বি কুতুব উদ্দিন, মনসুর আহমদ, আফাজ মিয়া, প্রবাসী ছমির উদ্দিন, রিপন মিয়া, ফজলে রাব্বি, হাসান মিয়া, আব্দুল হামিদ, সুলেমান আহমদ, ছালমান আহমদ, আব্দুল বাছিত প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৫০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিঁয়াজ, চানা, লবণ, তৈল ইত্যাদি খাদ্য সামগ্রী এবং অসুস্থ রোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি