আল ইসলাহ নেতা পারভেজ এর মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ৭:৩১:২২ অপরাহ্ন
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মইনুল ইসলাম পারভেজ-এর মাতা ৩০ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৯ টায় সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। বিকাল ৪ টায় তার নিজ এলাকা জগন্নাথপুর উপজেলার হবিবপুর ফাযিল মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমার সন্তান আলেমে দ্বীন ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান এর পরিচালনায় জানাযা পূর্ব জমায়েতে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আবু তাহির মো. খালেদ, বাংলাদেশ আনজুমানের ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাওলানা রেজওয়ান আহমদ, সুনামগঞ্জ জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, সিলেট জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল খান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম প্রমুখ।
আনজুমানের শোক: এদিকে, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর মাতৃবিয়োগে শোক প্রকাশ করছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ও মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি