মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনে ১০ মামলা : এমএসএফ
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ১০:১১:৫৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মানবাধিকার ও সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের মার্চ মাসের মানবাধিকার প্রতিবেদনে বলেছে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার নামে হয়রানি অব্যাহত রয়েছে। এর অপব্যবহার ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। মার্চ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের ১০টি মামলায় ৭ জন গ্রেপ্তার হয়েছেন। ফেব্রুয়ারি মাসে মামলার সংখ্যা ছিল ৫।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমএসএফ এ তথ্য জানায়। দেশের ১০টি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও প্রতিটি ঘটনা স্থানীয় মানবাধিকারকর্মীদের মাধ্যমে যাচাই-বাচাই করে এ প্রতিবেদন তৈরি করেছে এমএসএফ।
এমএসএফ বলেছে, মার্চ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলাগুলোর মধ্যে সাতটি মামলা হয়েছে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তি নিয়ে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এ ধরনের সমালোচনামূলক পোস্ট/শেয়ার/কমেন্ট করার কারণে। দুটি মামলা হয়েছে প্রতারণার অভিযোগে। আর একটি মামলা হয়েছে জনমনে ভীতি প্রদর্শন, জনমনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কথিত অপরাধে।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মার্চ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন একজন বিএনপি কর্মী, একজন আওয়ামী লীগ কর্মী, একজন অভিনেত্রী, দুই যুবক ও একজন সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী নারী ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের হেফাজতে মারা যান।
ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের দাবি জানিয়েছে এমএসএফ। সংগঠনটি বলছে, এ আইনের যথেচ্ছ অপব্যবহারের মাধ্যমে মানুষকে তাঁর মতামত প্রকাশে বাধাগ্রস্ত করা ও ভয় দেখানো এবং সবার মুখ বন্ধ করে দেওয়ার একটি ভয়ংকর তৎপরতা চালানো হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশের সাংবিধানিক অধিকারকে খর্ব করা হচ্ছে।