দক্ষিণ সুরমায় রিকশা শ্রমিক ইউনিয়নের ইফতার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ৫:৪১:২০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য ও সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এর শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে ইহকালিন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ প্রশস্ত হবে।
তিনি শুক্রবার শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর আওতাধিন দক্ষিণ সুরমা থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বঙ্গবীর রোড এলাকায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রইছ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী সোহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহাগরের সহ-সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীর, থানা সহ সভাপতি বিলাল মিয়া, সেক্রেটারি হাবিবুর রহমান ও আব্দুস সোবহান প্রমুখ। বিজ্ঞপ্তি