কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩৫ পরিবার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ৮:৫৪:১৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩৫ পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। তৃতীয় ধাপের ১০টি ও চতুর্থ ধাপের ২৫টি ঘরের দলীল হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ৩৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন জমি সহ ঘর।
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘরের উপকারভোগীদের মাঝে দলিল হস্তান্তর করেন।কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দলীল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, ,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা প্রমুখ।