‘প্রাইজ টেম্পারিং’ ঠেকাতে ভোক্তা অধিদপ্তরের অভিযান
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ৮:৫৬:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষ কেনাকাটা শুরু করেছে। কাপড়ের দোকানগুলোতে ‘প্রাইজ টেম্পারিং’সহ নানাভাবে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেন কতিপয় অসাধু ব্যবসায়ী। এসব ঠেকাতে সিলেটে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুর দেড়টার দিকে ভোক্তা অধিদপ্তর সিলেট কার্যালয়ের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় নগরের কুমারপাড়ায় এক কাপড়ের দোকানে বিদেশি পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। অভিযান শেষে তিনি বলেন- ঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ী ‘মূল্য ছাড়’ অফার দেন। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে- সঠিক মূল্য থেকে বাড়িয়ে অতিরিক্ত দাম নির্ধারণ করে এরপর ৩০ অথবা ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ভোক্তাদের প্রতারণা করেন কিছু ব্যবসায়ী। এছাড়া বিদেশি পণ্যের ইচ্ছেমতো দাম রাখেন তারা। এসব ঠেকাতে ভোক্তা অধিদপ্তর মাঠে কাজ করছি। ঈদের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।