ছাতকে লায়েক হত্যার প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ৯:৪০:০৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে আলোচিত পৌর যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উপজেলা ও পৌর য্বুলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ, আমনা ৯৩ ব্যাচ ও ছাতকবাসী ও মন্ডলীভোগ গ্রামবাসী, ৭নং ওয়ার্ড ছাতক পৌরবাসীর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মন্ডলীভোগ গ্রামবাসীর কয়েকটি ব্যনারে নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে যৌথ উদ্দ্যোগে মানবন্ধন কর্মসূচি ৬টি ব্যানারে পালন করেন। মানবন্ধনের তার পুত্র আরিফ আহমদ বাবার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাসির দাবি করে কান্নায় ভেঙ্গে পড়ে। মানবন্ধন শেষে খুনীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিশাল প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ নেতা ও পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজলের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আবুল হোসেন, জহিরুল ইসলাম,সাইফুল ইসলাম,শাহাবুদ্দীন সাহেল,ইরাজ মিয়া কমিশনার, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন,ক্রীড়াবিদ লাল মিয়া,ছালেক মিয়া,শফিকুল ইসলাম, নিজাম উদ্দিন, আব্দুল কাদির, রিয়াদ আহমদ চৌধুরী, মাহির চৌধুরী, সম্রাট চৌধুরী প্রমুখ।
এ ঘটনার ৪ দিন পর হত্যাকান্ডের ঘটনায় স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের ভাতিজা তানভীর রহমান ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় নিহত লায়েক মিয়ার ছোট ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে থানায় এ হত্যার মামলা দায়ের করেছেন।