ওসমানীনগরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ইফতার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ৯:৪২:০২ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন বলেছেন, রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। তাই রমজানের তাকওয়ার শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগালে সমাজ থেকে অন্যায় অনাচার দুর হবে। এজন্য সকল মুসলমানদের তাকওয়া অর্জনের মাসকে কাজে লাগাতে হবে।
তিনি শনিবার বিকালে তাজপুরস্থ শাহজালাল (রঃ) এতিমখানায় ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগর এর উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পরিষদের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনা পেশ করেন, সমাজসেবক সোহরাব আলী, আনহার আহমদ, রেজুয়ায়ানুর রহমান চৌধুরী শাহীন, ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদরাসার সুপার মাওলানা সাদিক সিকান্দার প্রমুখ।