নেপালে দু’দফায় ভূমিকম্প
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১০:০২:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্বজুড়ে ভূমিকম্পের রেশ যেন থামছেই না। প্রাকৃতিক দুর্যোগটি একের পর এক আঘাত হানছে। এবার দুদফায় দক্ষিণ এশিয়ার দেশ নেপালে আঘাত হেনেছে প্রাকৃতিক দুর্যোগটি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ভারতীয় গণমাধ্যমটি জানায়, স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ১২ মিনিটে কাঠমা-ুতে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার। উৎপত্তিস্থল কাঠমান্ডু থেকে ২৮ কিলোমিটার দূরে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ভোর ৩টা ৪মিনিট ৩০ সেকেন্ডে তিন দশমিক পাঁচ শতাংশের আরও একটি ভূমিকম্প কাঠমান্ডুতে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার। উৎপত্তিস্থল কাঠমান্ডু থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমাংশে। নেপালে এর আগে গত ফেব্রুয়ারি মাসে একবার আঘাত হানে ভূমিকম্প। যদিও তখন ক্ষয়ক্ষতি তেমন হয়নি।