আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের জানাজা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৩, ৭:২৩:১৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার সালিশ ব্যক্তিত্ব ও অবিভক্ত ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজার ইমামতি করেন তার জামাতা মাওলানা সালেহ আহমদ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আব্দুর রাজ্জাক চেয়ারম্যান গত ১ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম, সিলেট জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আসাদুর রহমান, মাদ্রাসার বর্তমান সভাপতি সাইফুল ইসলাম, মরহুমের বড় ছেলে নজরুল ইসলাম।
প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক: আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
প্রবাসী কল্যাণ মন্ত্রী এক শোকবার্তায় বলেন, মরহুম আব্দুর রাজ্জাক তৎকালীন অবিভক্ত ছাতক-কোম্পানীগঞ্জের বিশাল এলাকা নিয়ে গঠিত ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি এলাকায় সালিশ বিচারের জন্য বেশ পরিচিত ছিলেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





