সিলেটে দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৩, ৭:৫৫:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের হামলায় গৌরাঙ্গ দেব গোপাল নামে একজন বীর মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-সিলেট বাইপাস সংলগ্ন সাউথ সুরমা সিএনজি পাম্পের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব।
বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেবের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশায়। তিনি সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, ঘটনাটি জানতে পেরে আমি হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছি। এ বিষয়ে তিনি অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।