হঠাৎ লন্ডন সফরে মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৩, ৭:৫৬:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে যখন সিটি নির্বাচনের জোর হাওয়া বইছে, ঠিক তখন হঠাৎ লন্ডন গেলেন সিসিক মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেন।
ব্যক্তিগত এই সফরে মেয়র আরিফ এক সপ্তাহের মতো সময় লন্ডনে অবস্থান করবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন।
এদিকে চলতি বছরের মাঝামাঝিতে সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আরিফুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন বলে আলোচনা রয়েছে। এমন আলোচনার মধ্যে মেয়র আরিফের যুক্তরাজ্য সফর নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষত যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান অবস্থান করায় আরিফের সফর নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে।