কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৩, ৯:১৬:৪৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৭টি ক্রাশার মিল উচ্ছেদ ও ২৫ টি ট্রলির ইঞ্জিন বিকল এবং ৯ টি নৌকা ধ্বংস করা হয়েছে। সোমবার উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বর ও শাহ আরেফিন টিলায় টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবি সদস্যরা।এদিন দুপুরে শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়ে ২৫ টি ট্রলির ইঞ্জিন বিকল ও ৯ টি নৌকা ধ্বংস করা হয়েছে। যেগুলো শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত হতো। পরে ভোলাগঞ্জের ১০ নম্বরে অভিযান চালিয়ে ৭টি অবৈধ স্টোন ক্রাশার মিল উচ্ছেদ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট লুসিকান্ত হাজং বলেন, অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমারা অভিযান পরিচালনা করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।