সিকৃবিতে যাকাত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৩, ৯:১৯:২৭ অপরাহ্ন
পবিত্র রমজান মাসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সোমবার এই সেমিনার অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় সেমিনার শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।
তিনি বলেন, যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। সঠিকভাবে যাকাত প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতি গতিশীল করা ও সমাজের দারিদ্র বিমোচন করা সম্ভব। যাকাত বিষয়ে বিভিন্ন প্রশ্নোত্তর ও প্রবন্ধ উপস্থাপন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট এর উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি সমাজের বিত্তবান মুসলমানদেরকে সঠিকভাবে হিসাব করে যথাযথ খাতে যাকাত আদায়ের জন্য আহবান জানান। বিজ্ঞপ্তি