সিলেট সিটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৩, ১১:১৭:২৫ অপরাহ্ন
ভোট ২১ জুন, মনোনয়ন জমা ২৩ মে ও বাছাই ২৫ মে
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ জুন হবে ৪২ ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটির ভোট।
সোমবার নির্বাচন কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।
তফসিল অনুযায়ী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই ২৫ মে ও ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
ইসি সূত্র জানায়, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ভোটগ্রহণের হালনাগাদ তথ্য কর্মকর্তারা ট্যাবের মাধ্যমে কমিশনকে জানাবে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানান, সিলেট সিটির ভোটের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
এদিকে, তফসিল ঘোষণার আগেই অন্তত গত দুই মাস ধরে সরগরম সিলেট সিটি করপোরেশনের ভোটের মাঠ। নির্বাচনী ডামাডোলে এগিয়ে সরকারি দল আওয়ামী লীগ। প্রার্থীতা নিয়ে আ”লীগের মাঝে অনেকটা বিভক্তিও স্পষ্ট হয়ে উঠেছে। অবশ্য, অনেকটাই নীরব বিএনপিসহ অন্য রাজনৈতিক দল। বিএনপি নেতারা বলছেন, সিটি নির্বাচন নিয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।
নির্বাচনের প্রার্থী হতে মাঠে নেমেছেন আওয়ামীলীগের অন্তত ৭ নেতা। তারা মাঠে সক্রিয় রয়েছেন, মনোনয়নেরও আশা করছেন। তাদের মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, এটিএম এ হাসান ওরফে জেবুল এবং মরহুম মেয়র কামরানের ছেলে আরমান আহমদ শিপলু। তবে সবচেয়ে বেশী তৎপরতা দেখা যাচ্ছে আনোয়ারুজ্জামান চৌধুরীর। প্রধানমন্ত্রী তাকে প্রস্ততি নিতে বলেছেন-এমটাই তিনি প্রচার করছেন। যদিও এর বিপক্ষে বিবৃতি দিয়েছে মহানগর আওয়ামীলীগ। তবে এ নিয়ে কৌশলী জেলা আওয়ামীলীগ।
এদিকে, আওয়ামীলীগে নির্বাচনি হাওয়া লাগলেও তৎপরতা নেই বিএনপিসহ অন্য দলের প্রার্থীদের। আওয়ামী লীগের অধীনে দল কোনো নির্বাচনে যাবে না-কেন্দ্রের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বিএনপির স্থানীয় সম্ভাব্য প্রার্থীরা। বিএনপি নেতারা বলে বেড়াচ্ছেন দলের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। বিএনপি থেকে মেয়র আরিফ তৃতীয়বারের মতো প্রার্থী হচ্ছেন কি না তা নিয়ে ধোয়াশা কাটছেনা। তবে দু’দিন আগে মেয়র আরিফ হঠাৎ গেছেন লন্ডনে। বলছেন, এটি তার ব্যক্তিগত সফর। তবে বিভিন্ন সূত্র বলছে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক হতে পারে। এরপরই হয়তো চুড়ান্ত ঘোষণা আসবে বিএনপি সিটি নির্বাচনে যাবে কি-না! আর বিএনপির সিদ্ধান্তের দিকে যেন তাকিয়ে আছেন দলের নেতা-কর্মী ও সাধারণ নগরবাসী।
২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে দুই বার সিলেটের সিটি মেয়র নির্বাচিত হন বিএনপির আরিফুল হক চৌধুরী।
এদিকে, সিলেট ছাড়াও আরো ৪ সিটি নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরমাঝে ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী সিটির ভোট অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ এপ্রিল, বাছাই ৩০ এপ্রিল ও ৮ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে, বাছাই ১৮ মে ও ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই ২৫ মে ও ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।